অদক্ষ কর্মকর্তা ছাঁটাই ও এস আলমমুক্ত ইসলামী ব্যাংকের দাবি
মাগুরায় বাংলাদেশের প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাই এবং এস আলম গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) সকালে মাগুরা প্রেসক্লাব চৌরঙ্গী মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা রয়েছে। ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ব্যাংক ডাকাত এস আলমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা
এছাড়াও বক্তারা ইসলামী ব্যাংককে এস আলমের দোসরমুক্ত করে দেশের জনগণের আস্থা ও শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মূল চেতনা পুনরুদ্ধারের দাবি জানান।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ইবরাহিম বিশ্বাস, সদস্য সচিব ফারুক হোসাইন, অ্যাড. মাজহারুল ইসলাম, প্রণয় কুমার ও সাখাওয়াত হোসাইন প্রমুখ।
এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফুয়ান আফিফ শাওন, আজিজুর রহমান মল্লিক ও মাহাদি বিন কামাল।





