রংপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা পরিদর্শনে জেড আর এফ বিশেষজ্ঞ টিম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ)-এর পক্ষ থেকে সুন্দরগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেড আর এফ) রংপুর বিভাগীয় মনিটর ড. বয়েজার রহমান, রংপুর মহানগর ড্যাবের সদস্য সচিব ও জেড আর এফ-এর আজীবন সদস্য ডা. শরীফুল ইসলাম নন্তুসহ জেড আর এফ রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন টিমের আহ্বায়ক ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ ও সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকনের সার্বিক নির্দেশনায় এই টিম রংপুর এলাকার বিভিন্ন খামার ঘুরে দেখেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান—সুদূর লন্ডনে থেকেও বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের খোঁজ নিয়ে জেড আর এফকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন, যাতে যেকোনো দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো যায়।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে