ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস চলাচল

Sadek Ali
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শ্রমিক গ্রেপ্তার ও বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে আগেই টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু বাস না চলায় বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন তারা। অনেকে ভোরে বাসস্ট্যান্ডে এসে কোনো বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার বাস চলাচলও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত উলিপুরের সেনা সদস্য মমিনুল ইসলামের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে হালুয়াঘাটের মুক্তিযোদ্ধা আবু রায়হান বাসে ওঠার সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করলেও শ্রমিক অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তি করেন এবং বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনার পর রাত ৯টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিস কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরের শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন,

বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জেলা মালিক সমিতির। যতক্ষণ পর্যন্ত আটক শ্রমিককে মুক্তি ও চলাচলে নিষিদ্ধ বাসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হবে, ততক্ষণ এই কর্মসূচি চলবে।

ধর্মঘটের কারণে রাজধানীগামী সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কেউ কেউ ট্রেনে বা ছোট গাড়িতে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন, তবে ভাড়া বেড়ে যাওয়ায় অনেকে বিপাকে পড়েছেন।