লক্ষ্মীপুরে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তির দাবিতে জামায়াতের মানববন্ধন

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শিশুকে ভয় দেখিয়ে বলাৎকার, প্রধান অভিযুক্ত গ্রেফতার

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন— জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহমদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, লক্ষ্মীপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াতের কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, তাদের দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করা।

আরও পড়ুন: অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিওর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশ

বক্তারা আরও বলেন— অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির অন্তর্ভুক্তি নিশ্চিত করা হোক। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা হোক। তারা জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।