ইনসেপ্টা ফার্মায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধামরাইয়ের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। পরদিন রোববার (১৯ অক্টোবর) সকালে ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরও পড়ুন: নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

ধামরাই ফায়ার স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।”