নকলায় গণপদ্দী বাজারে আবু সুফিয়ানের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি
ছবিঃ সংগৃহীত
নকলা উপজেলায় গণপদ্দী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।
আরও পড়ুন: বিএনপির সাবেক নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান
লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন, নকলা এলাকায়। এই ধরনের রাজনৈতিক প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষদের মাঝে দলটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।





