কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল
কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে পল্টন হত্যা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাদ আছর নামাজ শেষে শহরের উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার-০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে উপজেলা জামায়াতের আমীর সহ অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তিনি পল্টন হত্যা দিবসে জামাত-শিবিরের শহীদদের স্মরণ করে সরকারের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সংগঠিত হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবি করেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মোঃ শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব, সম্পাদক মনসুর আহমদ তালুকদার, মাওলানা আতিকুর রহমানসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।





