আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা ড. এম এ কাইয়ুমের সৌজন্য সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল মুআল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীতে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাক্ষাৎকালে তারা পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
ড. এম এ কাইয়ুম জানান, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। আলোচনায় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী প্রেরণ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়। তিনি বলেন, “বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানো ও আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানানো হয়েছে।”
আরও পড়ুন: কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল
জবাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল মুআল্লা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আরব আমিরাত সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেনও উপস্থিত ছিলেন।
ড. এম এ কাইয়ুম বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সন্তান।





