দালাল চক্রের অপপ্রচার, সৎ কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগে সরব মহল
মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে সেবা বঞ্চিত একটি দালাল চক্রের অপপ্রচারে পড়েছেন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান। ওই চক্রটি তার সততা ও দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে নানা মিথ্যা ও বানোয়াট অভিযোগে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।
সরেজমিনে সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন কর্মকর্তা কামাল হোসেন খান।
আরও পড়ুন: শেরপুরের বারোমারি মিশনের ফাতেমা রানীর তীর্থোৎসবের প্রস্তুতি সম্পন্ন
তিনি বলেন, চাকরি জীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর কিছু দালাল অন্যায় সুবিধা নিতে চেয়েছিল। আমি তাদের দাবিতে সাড়া না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয়রা জানান, নায়েব কামাল হোসেন খান সততা ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। ইউপি সদস্য মো. দুলাল মিয়া বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছে। তার বিরুদ্ধে কারও অভিযোগ আছে বলে জানা নেই।
আরও পড়ুন: বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক
সহিলদেও গ্রামের বাসিন্দা ও মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান সোহেল বলেন, আমাদের জমি খারিজের সময় কোনো প্রকার ঘুষ দিতে হয়নি। নায়েব সাহেব অত্যন্ত সহযোগিতাপরায়ণ।
গ্রামের সমাজসেবক হেলাল চৌধুরী বলেন, গ্রামীণ মানুষ এখন নির্ভয়ে ভূমি অফিসে সেবা নিতে পারে। কিন্তু কিছু দালাল তাদের স্বার্থ না পাওয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।
জয়নাল আবেদীন নামের আরেক বাসিন্দা বলেন, আমাকে জড়িয়ে যে অভিযোগ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
সাকরাজ গ্রামের লাল মিয়া বলেন, নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তিনি সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহার করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





