ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণ, দগ্ধ ৮ মাদ্রাসাছাত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদরের বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় আট শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনকে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরার ৫ গ্রামের চলাচলের একমাত্র ভরসা ভাসমান বাঁশের সাঁকো

দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।

দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বিকেলে হঠাৎ মাদ্রাসার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়। সে সময় মাদ্রাসার চতুর্থ তলায় শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। বিস্ফোরণের আগুনের ফুলকি ভবনের ভেতর ঢুকে পড়লে তারা দগ্ধ হয়। পরে রাতেই আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

আরও পড়ুন: জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপি নেতা গ্রেফতার

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাদিয়ার শরীরের ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ এবং আফরিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।