চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মালিকবিহীন ৮৯ বোতল মদ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী আলমপুর গ্রামে মালিকবিহীন ৩ টি পোটলায় বাঁধা ছোট বস্তা থেকে ৮৯ বোতল ভারতীয় মদ Cosmos Fifty জব্দ করেছে বিজিবি।
রোববার সকালে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: শিক্ষকরা কেবল পাঠদান নয়, ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখেন: ডুয়েট উপাচার্য
৫৯ বিজিবি অধিনায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'বিজিবি মহাপরিচালক মহোদয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি'র সদস্যরা সজাগ তৎপর রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর মধ্যরাত ১টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের আওতাধীন চাঁনশিকারী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৬শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলালপুরের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তিনটি মাদকের পোটলা ফেলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল হতে মালিকবিহীন তিন পোটলা থেকে ৮৯ বোতল ভারতীয় মদ (Cosmos Fifty) জব্দ করে; ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।'
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতে চলমান থাকবে বলেও জানান ৫৯ বিজিবির অধিনায়ক।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে আ'লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক





