কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট প্রকাশ ও পুরস্কার বিতরণ

Any Akter
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে"র স্কুল শাখার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষেনভেম্বর রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন, জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, মতবিনিময়, রেজাল্ট ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় রাতে দুর্বৃত্তদের হামলা, এনসিপি নেতার গেটের সামনে আগুন

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রীমা ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসহকারী শিক্ষক ফাতেমা ফেরদৌসী রিক্তা ও জান্নাতুল ফেরদৌস নদীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এফ এম কামাল হোসেন, প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে অবহিত করে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন স্কুল শাখার প্রধান ও প্রতিষ্ঠাতা পরিচালক লাকি আক্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, উপাধ্যক্ষ মোঃ শাহাদুল্লাহ্ শুভ্র, স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, প্রভাষক সোহরাব হোসেন প্রমুখ।

এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক মায়ে'রা তাদের সুচিন্তিত মতামত প্রদান করে বক্তব্য রাখেন। পরে প্রি-প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রথম, দ্বিতীয়তৃতীয় স্থান অধিকারীদের হাতে রেজাল্ট কার্ড ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়।