ঢাকায় আবারও বাসে আগুন, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি
ছবিঃ সংগৃহীত
ঢাকার সূত্রাপুর এলাকায় মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে এবং সোমবার দিবাগত ভোরে রাজধানীর রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া সোমবার সকালে দুটি এবং সন্ধ্যায় আরও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: নেত্রকোনা-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি
প্রতিবাদ ও অগ্নিসংযোগের সাথে সম্পর্কিত বিষয়গুলো পুলিশ যাচাই করছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী রিপোর্টে জানানো হবে।





