রাজধানীতে রাজউকের মোবাইল কোর্ট, বনানীতে ২৪ দোকান বন্ধ ঘোষণা
রাজধানীর বনানীতে অবৈধভাবে আবাসিক প্লটে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে মোট ২৪টি দোকান সিলগালা করা হয়েছে। পাশাপাশি একটি আবাসিক হোটেল ও একটি হাসপাতালকে এক মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজউকের জোন-৪/২ এলাকার আওতাধীন বনানী আবাসিক এলাকায় এ মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরাইলে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত
অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার (জোন-৪/২) মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, অন্যান্য ইমারত পরিদর্শক ও বনানী সোসাইটির কর্মকর্তারা।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়, আবাসিক এলাকায় অবৈধভাবে অ-আবাসিক বা বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪টি দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে ১টি হোটেল ও ১টি হাসপাতালকে এক মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: বিএনপির কেন্দ্রীয় নেতা এটিএম আব্দুল বারী ড্যানীকে চূড়ান্ত মনোনয়নে রাখার দাবিতে গণমিছিল
এ সংক্রান্ত অঙ্গীকারনামা মালিকপক্ষের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে একটি রেস্টুরেন্টের বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় মালামাল রাখার অভিযোগে তা সরিয়ে পার্কিং এলাকা খালি করা হয়। এছাড়া, পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৪টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে রাজউক।”





