ফেনীতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়ৎদারকে জরিমানা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩১ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় বাউচার না রাখায় দুই আড়ৎদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম এ জরিমানা দেন।

জানা গেছে, ফেনী বড় বাজারে পেঁয়াজের আড়ৎ তদারকি করতে গিয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় বাউচার সংরক্ষণ না রাখায় ইসলামপুর রোডের মেসার্স আল্লাহর রহমত স্টোরকে ৫ হাজার এবং এস আর রাইচ এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় এবং ব্যবসায়ীদের যৌক্তিক দামে পণ্য বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, সারাদেশে একটি অসাধু চক্র পেঁয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছে। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ব্যাটেলিয়ন আনসার সদস্যরাও সহযোগিতা করেছেন।