চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও চেম্বার বোমা হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শরীয়তপুরের চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, চিকন্দী আইনজীবী সমিতির সদস্য (ভিপি-জিপি) এডভোকেট রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতি ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল: নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মৃধা নজরুল কবির।
আরও পড়ুন: নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব
বক্তারা বলেন, আগামী ১৩ নভেম্বর পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বোমা হামলা সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে। তারই অংশ হিসেবে দুর্বৃত্তরা চিকন্দী আইনজীবী ভবন ও এড. রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে একাধিক বোমা হামলা চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে জেলার আইনজীবীরা আদালত বর্জন সহ কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে।
আইনজীবীরা জানান, গত রোববার (৯ নভেম্বর) রাতের আঁধারে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী বাজারে একাধিক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, আইনজীবী সমিতির ভবনের দেয়াল এবং অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারের সামনের অংশ একাধিক হাতবোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।





