বিজিবি’র রেজুখাল চেকপোস্টে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বিজিবি’র টহলদল মঙ্গলবার বিকেলে টেকনাফগামী একটি চান্দের গাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন মীর মোশাররফ হোসেন জিসান (২৮), মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে। অভিযানের সময় গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত চান্দের গাড়ি এবং একটি REDMI NOTE 12 5G স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বিজয়নগরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও অবৈধ কার্যক্রম দমনসহ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, যার ফলে এলাকায় জনমনে স্বস্তি ও আস্থা বৃদ্ধি পেয়েছে।