ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গাসহ আটক ৩
নরসিংদীর বেলাব উপজেলা নির্বাচন অফিসে ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবকসহ তিনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, মায়ানমারের মংডু জেলার মংডু থানার চাইলী গ্রামের নবী হোসেনর ছেলে মো. আব্দুল্লাহ ওরফে ওমর ফারুক (২২)। বর্তমানে সে কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বাকি দুইজন তার সহযোগী। কিন্তু তাত্ক্ষণিক তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাব উপজেলা নির্বাচন অফিসে আব্দুল্লাহ মিয়া নামে পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন করতে আসেন ওই রোহিঙ্গা যুবক। আবেদনপত্রে তিনি বাবার নাম মো. মাহফুজুর রহমান মাছুম এবং মায়ের নাম লতিফা বেগম উল্লেখ করে আমলাবো ইউনিয়নের রাজারবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন। এ সময় তিনি জন্ম সনদ, নাগরিকত্ব সনদপত্র, চৌকিদারি রশিদসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তার নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়, আবেদনপত্রে তার জন্ম সনদ ও কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে। ফলে কর্মকতাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ একপর্যায়ে ঐ যুবক নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
বেলাবো উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, "কথাবার্তা ও কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।"
এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, "আমরা ওমর ফারুক নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র করতে আসা এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করি। নির্বাচন কর্মকর্তার পক্ষে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৪ এর ১৮/২৩(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।"





