ভাঙ্গা মহাসড়কের পাশে পরিত্যক্ত লাগেজে মিলল ৩২টি পেট্রলবোমা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি কালো রঙের লাগেজ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে এসব অবিস্ফোরিত বোমা উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় এবং যাওয়ার সময় রাস্তার পাশে কালো রঙের একটি লাগেজ ফেলে রেখে যায়। পরে সেটি উদ্ধার করে খোলা হলে ভেতরে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার বিভিন্ন কাচের বোতলে ভরা ৩২টি পেট্রলবোমা পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত লাগেজ থেকে পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি