সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পার্কিং করা বাসে আগুন, তদন্ত করছে পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:২৪ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিসের সামনে অবস্থানরত নাফ পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগে।

স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের সিট, কাচ ও ভেতরের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। সকালে হঠাৎ আগুন ধরে যায় বলে জানা গেছে।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, নৈশপ্রহরী বাবুর ভাষ্য অনুযায়ী, সে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশেই গিয়েছিল। ফিরে এসে দেখে গাড়িতে আগুন লেগেছে। তবে কোনো লোকজনকে দেখা যায়নি।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। এটি যান্ত্রিক ত্রুটি না নাশকতা তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।