সরকার গ্রাম আদালতকে সক্রিয় করতে কাজ করছে

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার গ্রাম আদালতকে সক্রিয় করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য নানা পরিকল্পনা নিয়ে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সভা ও সেমিনার এবং গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে বলে মন্তব্য করেছেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: ইসমাইল হোসেন।

আজ ১৭ নভেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাধ্যমে সারা দেশে গ্রাম আদালতের গুরুত্বারোপ করে গ্রামের সাধারণ বিরোধ স্থানীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে সমাধানের উদ্যোগ নিয়েছে। এতে ইউনিয়ন পর্যায়ে কর্মরত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করলে সরকারের মূল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। সভায় গ্রাম আদালতে নিষ্পত্তি যোগ্য বিভিন্ন অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এছাড়াও গ্রাম আদালতকে সক্রিয়করণ করতে জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার ৪৩টি ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। জেলা পর্যায়ে বিভিন্ন আদালত থেকে সাধারণ মামলা গুলো গ্রাম আদালতে প্রেরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে গ্রামের সাধারণ বিরোধ মিমাংসা গ্রাম আদালতে শেষ করে জেলা পর্যায়ে প্রতিবেদন প্রেরণ করতে হবে।

“অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভায় ইফসা জেলা ব্যবস্থাপক মাহবুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া ইসলাম, সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ইউসুপ মিয়া, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার মাহবুবা মুনমুন। এসময় জেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন