গোয়ালন্দে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ ঘোষণা
‘শেখ হাসিনা দেশ ত্যাগের কারণে’ দলীয় পদ থেকে পদত্যাগ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ মিয়া। সংবাদ সম্মেলন করে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সোহাগ মিয়া।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, “আমার মূল পেশা সংবাদ কর্মী। আমি দৈনিক সকালের সময়, দৈনিক বাঙালি খবর, দূরবীন নিউজ, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ প্রতিনিধি হয়ে কাজ করেছি। বর্তমান সাংবাদিক পেশাই আমার মূল পেশা। তবে অল্প কিছুদিন রাজনীতির সঙ্গে জড়িত আছি। জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গোয়ালন্দের ছাত্রদের পক্ষে ব্যাপক ভিডিও নিউজ কাভার করেছি। ২০২৪ সালে ৫ ই আগস্ট শেখ হাসিনার করুন পতন ঘটে। এরপর আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমি স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের গোয়ালন্দ উপজেলা শাখার প্রচার সম্পাদক থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
সোহাগ মিয়া আরও বলেন, “হাজার হাজার নেতাকর্মী রেখে শেখ হাসিনার দেশত্যাগের কারণে আমি আমার সব পথ থেকে পদত্যাগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এ সময় বিভিন্ন সাংবাদিকবৃন্দ ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।





