বনানীতে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান: ১২টি রেস্টুরেন্ট ও সেলুন সিলগালা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় অবৈধ স্থাপনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ১২টি রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করা হয়। পাশাপাশি ২২টি অফিস বন্ধ করার জন্য মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ এবং একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউক জানায়, বনানী এলাকার আবাসিক ভবনে অনুমোদন ছাড়াই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় জোন-৪/২ এর আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

সিলগালা করা প্রতিষ্ঠানসমূহ

অভিযানে নিচের রেস্টুরেন্ট, সেলুন ও দোকানগুলো সিলগালা করা হয়—

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

১. তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, রোড ১৭/এ, হাউজ ০৬, ব্লক ই

২. ভাই ভাই রেস্তোরাঁ, রোড ১৭/এ, প্লট ১২, ব্লক ই

৩. শাকিল মোটরস, রোড ১৭/এ, হাউজ ১২, ব্লক ই

৪. বিবিধারা রেস্টুরেন্ট—৪টি দোকান সিলগালা, রোড ১৭/এ, হাউজ ৩০

৫. Mens Club, রোড ১৭, হাউজ ০৯, ব্লক ই

৬. লন্ডন সেলুন ও জেন্টস পার্লার, রোড ১৭, হাউজ ০৯, ব্লক ই

৭. আহেলি কাবাব অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, রোড ১০, হাউজ ০১, ব্লক ই

৮. পেশোয়ারি (টেইলর শপ), রোড ১০, হাউজ ২৮, ব্লক ই

৯. পেশোয়ারি (চায়ের দোকান), রোড ১০, হাউজ ২৮, ব্লক ডি

১০. সালাম’স কিচেন, রোড ১০, হাউজ ৩০, ব্লক ডি

১১. খিচুড়ি ওয়ালা, রোড ১০, হাউজ ২৮, ব্লক ডি

১২. কফিক্স, রোড ১০, হাউজ ২৮, ব্লক ডি

এদিকে ১টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। ৭টি ভবনের ২২টি অফিস বন্ধের লক্ষ্যে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে। অফিসগুলো বন্ধ করার জন্য ১ মাসের সময় নির্ধারণ করে দিয়েছে রাজউক।

অভিযানকালে উপস্থিত ছিলেন রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।