ফেনীতে বর্ণিল পিঠা উৎসব
ফেনীতে দিনব্যাপী বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ নভেম্বর দুপুরে ফেনী শহরের পাঠানবাড়ী রোডে হোপ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন গ্রামীণ জনপ্রিয় ঐতিহ্যবাহী বাহারি পিঠার স্টল প্রদর্শন করেন।
স্কুলের প্রধান অধ্যক্ষ আলমগীর কবির জানান, পিঠা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামের ঐতিহ্য ধরে রাখতে এবং নানা ধরনের পিঠা-পুলি উৎসব অভিভাবকদের মধ্যে একটি বন্ধন তৈরি করে।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
জাহেদা খন্দকার নামে এক অভিভাবক জানান, পিঠা উৎসবে ছাত্র-ছাত্রীদের চেয়ে অভিভাবকদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবকরা স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন।
উৎসবে দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, চন্দনকুলি, চৈপাকান, চিতই, ভাপা, তালের পিঠা, নারকেল চিড়া, রসপান, ঝাল পিঠা, চিকেন রোল, নাগেস, হৃদয়হরণ, গোকুল পিঠা, দুধ সুন্দরীসহ নানা রঙ ও স্বাদের শতাধিক পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।





