গাজীপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
গাজীপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনাসভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, ড্যাব গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম মাসুম, ফারদিন ফেরদৌস, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সবুজ, সাংবাদিক শরিফ আহমেদ শামীম, হাসমত আলী, মিল্টন খন্দকার, আজহারুল ইসলাম, বায়োজিত হোসেন, শফিকুল ইসলাম জিতুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাসেমী।
আরও পড়ুন: হাজারো অপরাধের কথন মালার নিউ জেনারেশন ত্রাস রুবেল ভাঙ্গী ও তার গডফাদার মাসুদ ভাঙ্গী





