ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম সোমবার দুপুরে এ জরিমানা প্রদান করেন। সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম মঙ্গলবার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে বের হন।

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে

এ সময় সুলতানপুর এলাকায় অবস্থিত নিউ আর রহমান বেকারিতে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেটজাত করা হচ্ছে। অভিযানে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা প্রদান করে।

মোঃ আছাদুল ইসলাম বলেন, “ভেজাল নিয়ন্ত্রণে জেলা ব্যাপী ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত