নরসিংদীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৯ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ আল ফারুক।  শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার ও সালাম প্রদর্শন মধ্যদিয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি জেলা ও দায়রা জজের

সিনিয়র বিচারক শেখ হুমায়ুন কবীর ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।  এসময় তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: কাশিয়ানীতে শ্রেষ্ঠ ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন রোকেয়া বেগম

উল্লেখ্য, সদ্য যোগদাকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি নরসিংদী জেলায় যোগদানের পূর্বে নোয়াখালীতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি।