খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল

Sanchoy Biswas
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গোপালগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর লঞ্চঘাটে এম এইচ খান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ দোয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।

মাহফিলের আয়োজক এম এইচ খান মঞ্জু বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। বেগম জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকারের সংগ্রামের অন্যতম নেতা। তাঁর সুস্থতা দেশের মানুষের কামনা। আমাদের নেত্রী কঠিন অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া চলছে। আমরা গোপালগঞ্জের নেতাকর্মীরাও তাঁর রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করলাম।"

আরও পড়ুন: টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ, বাড়িতে পড়লো গুলি

অনুষ্ঠানে বিশেষ অতিথি সরদার মো. নুরুজ্জামান বলেন, "বিএনপি নেতাকর্মীরা আজ গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। কারণ আমাদের নেত্রী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন—তিনি জনগণের আস্থার ঠিকানা। তাঁর সুস্থতা ফিরে পাওয়া দেশের রাজনীতির জন্য অত্যন্ত জরুরি। আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং নতুন উদ্যমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন।"

এছাড়াও দোয়া মাহফিলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (মেজর অব.) ওয়াহির রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুমনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত