যারা স্বাধীনতাবিরোধী তাদের কাছে নারীরা নিরাপদ নয়: খায়রুল কবির খোকন
যারা স্বাধীনতাবিরোধী এবং যাদের কাছে নারীরা নিরাপদ নয়, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের নুর আফতাব মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নরসিংদী-১ আসনে এনসিপি'র প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সালের প্রচারণা
তিনি বলেন, “যারা জান্নাতের টিকেট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে এবং জনগণের কাছে ভোট চাচ্ছে, তাদের প্রত্যাখানের আহ্বান জানাই। তাই আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাহমিনা হামিদ (শিল্পী) সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা। এছাড়াও জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা (মায়া), সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি মো. হারুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মোমেন খান দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন: মঈন খান
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





