আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১১ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তাঁর আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য অতিরিক্ত জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগাম প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: নোয়াখালীতে চর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, দু’দিন পর মিলল আরেক লাশ

সরেজমিনে দেখা গেছে, জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির কাজ চলমান রয়েছে এবং পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধের তত্ত্বাবধানে থাকা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু জানান, সরকারিভাবে বিশেষ কোনো নির্দেশনা বা আলাদা কর্মসূচি না থাকলেও সম্ভাব্য জনসমাগমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা জাতীয় স্মৃতিসৌধে আসছেন, সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের সমাগম হতে পারে। তাই সার্বিক ব্যবস্থাপনায় আমরা সতর্ক রয়েছি।

আরও পড়ুন: মানুষের সহযোগিতায় বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত তরকারি ব্যবসায়ী সোহেল

তিনি আরও জানান, জাতীয় স্মৃতিসৌধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং দর্শনার্থীদের চলাচল ও পরিবেশ যাতে সুশৃঙ্খল থাকে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, তাঁর নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। কর্মসূচিকে ঘিরে জনসমাগমের সম্ভাবনা থাকায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুপুর থেকেই জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা হওয়ায় শীর্ষ রাজনৈতিক নেতাদের আগমন বা বড় কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তারেক রহমানের আগমন উপলক্ষেও সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।