কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. ওসমান ফারুক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক।

সোমবার নির্ধারিত সময়ের মধ্যে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাথায় গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে, টেকনাফ সীমান্তে কী ঘটছে?

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. ওসমান ফারুক বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী। কিশোরগঞ্জ-৩ আসনের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি অতীতের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ড. ওসমান ফারুক দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।

আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত