ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি রুমিন ফারহানার, ভিডিও ভাইরাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪২ অপরাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযান চালাতে গেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ঘটনার শিকার হন।

আরও পড়ুন: আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আচরণবিধি লঙ্ঘন করে একটি সমাবেশ আয়োজন করা হলে তা বন্ধ করতে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন হুমকিমূলক বক্তব্য দেন।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশের বিষয়ে কথা বলতে গেলে রুমিন ফারহানা তাকে উদ্দেশ করে বলেন, ‘আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করছি। আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আজ ভদ্রতার সঙ্গে কথা বলছি, পরে সেটা করব না।’

আরও পড়ুন: চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারী’র প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘন করে ওই সমাবেশ আয়োজন করা হয়েছিল। বিধি অনুযায়ী সমাবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ বন্ধের পর চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা ও আচরণবিধি বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।