ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:২৭ পূর্বাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রি) বহন করা একটি পিকআপ ভ্যান ফেনীর দিকে যাচ্ছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন: পর পর দুইবার ভূমিকম্পের পর দেশে আফটারশকের আশঙ্কা