ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশকয়েকজন।
শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইন্দারাপাড় কুরিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
ফুলপুর থানার ওসি আবদুল হাদি জানান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।