শাহজিবাজার গ্রিডে আগুন, বিদ্যুৎহীন হবিগঞ্জের একাধিক উপজেলা

Sanchoy Biswas
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে হঠাৎ অগ্নিকাণ্ডের ফলে জেলার কয়েকটি উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার পর থেকেই হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর, নবীগঞ্জসহ আশপাশের এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট এক শব্দ শোনার পরপরই উপকেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মারে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প, ইন্টারনেট সংযোগ ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে