২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনটি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে রেকর্ড করা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকায়।

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের জেলায় ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হন।