বেপজার নির্বাহী চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আরও পড়ুন: ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দিতে সেনাপ্রধানের মালয়েশিয়া গমন

মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগ দিয়ে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করে রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

এছাড়া, অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আইনুল হককে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তার ভোগকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) ও সংশ্লিষ্ট সুবিধাদি এবং অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে।

তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে