বরখাস্ত জিএমপি সাবেক কমিশনার নাজমুল করিম খান
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন: আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা সমীচীন মনে করা হয়েছে। সেহেতু সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, জিএমপি কমিশনার নাজমুল করিম খানের যাতায়াতের সময় সাধারণ মানুষের চলাচলের রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হতো। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরবর্তীতে ১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক আদেশে নাজমুল করিম খানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদ থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
ড. নাজমুল করিম খান গত বছরের ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগ পান। পরে চলতি বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।





