খালেদা জিয়ার মরদেহ যেভাবে নেয়া হবে দক্ষিণ প্লাজায়

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার পবিত্র মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।

নির্ধারিত রুট অনুযায়ী মরদেহ নেয়া হবে:

আরও পড়ুন: ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ

এভারকেয়ার হাসপাতাল-৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে-কুড়িল ফ্লাইওভার-নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা-গুলশান-২-কামাল আতাতুর্ক এভিনিউ-এয়ারপোর্ট রোড-মহাখালী ফ্লাইওভার-জাহাঙ্গীর গেট-বিজয় সরণি-উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজা।

মরহুমার পবিত্র মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য