রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Sanchoy Biswas
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:০৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন দিয়েছেন তারা।

আরও পড়ুন: ৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

এ বিষয়ে কাওসার হাবিব বলেন, 'ফ্যাসিবাদ বিরোধী ইনক্লুসিভ প্যানেল' কাউসার - সাচ্চু - ইমরুল পরিষদ

থেকে এই আয়োজন, যার মাধ্যমে আমরা হল প্রশাসনকে সজাগ করতে চাই, যেন ছাত্রদের আমরা হয়তো সব ফ্লোরে ফ্লোরি দিতে পারবো না। কিন্তু প্রশাসন চাইলে ছাত্রদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিভিন্ন ফ্লোরে ফ্লোরে এগুলো পৌঁছে দেবে — এই আশা আমরা ব্যক্ত করছি।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ২০২৫: মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোটার ৩৯,৭৭৫ জন

উল্লেখ্য, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি প্রার্থী কাওসার হাবিব, তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। এছাড়া জিএস প্রার্থী হিসেবে আছেন ইমরুল। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন বলে জানান তারা।