গাজীপুরে সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের ২য় স্মরণ সভা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাপ্তাহিক গাজীপুরদর্পণ পত্রিকার প্রধান সম্পাদক ও গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সিটি প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর ডায়াবেটিস সমিতি কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান

মরহুম মিলনের স্ত্রী, গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি রিমিন আক্তারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মেহেদী হাসান সোহেল এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন—

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন সবুজ; জেলার সদস্য শাখাওয়াত হোসেন সেলিম; বাংলাবাজার পত্রিকার উপসম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক; গাজীপুর সিটির সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নু; গাজীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন; গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন শাহ; বিএনপি নেতা বুলবুল আহম্মেদ।

আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এ সময় উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মিলনের ছোট ভাই কামাল হোসেনসহ পরিবারের সকলের দাবি, মঞ্জুর হোসেন মিলনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে মামলার রহস্য উন্মোচন ও মিলনকে হত্যার বিচার দাবি করেন।

আলোচনা শেষে মিলনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।