প্রাইমারি ইউনিভার্সিটিতে দু'দল ছাত্রের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত ১ ছাত্র

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে দু দল ছাত্রের সংঘর্ষে একজন ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। এ বিষয়ে বনানী থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামি ছাত্র মেরাজ ইসলামকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
জানা যায়, আজ শনিবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক এবং হাতাহাতি হয়। পরবর্তীতে প্রক্টর অফিসে ডেকে মীমাংসা করে দিলেও পিয়াস এবং মেহরাজ নামে দুইজন ছাত্র বাইরে থেকে লোক নিয়ে এসে বিকাল ৬ ঘটিকার সময় টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ কে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় পারভেজ কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার
বর্তমানে ওই এলাকায় বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
র্যাব ১ সিপিসি-কর্তৃক উপরোক্ত সংবাদ প্রাপ্তির পর এফএস টিম ঘটনাস্থলে উপস্থিত আছেন।গোয়েন্দা আছে।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল জানান, ঘটনার পর খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে নেমেছে।
আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি