রাজধানীর হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা!
পূর্বশত্রুতার জেরে রাজধানীর হাজারীবাগে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম রওশন আরা (৬৫)।
শুক্রবার (১ আগস্ট) ভোর চারটার দিকে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কিল-ঘুষি খেয়েও সন্দেহভাজনকে ধরলেন যুবদল নেতা
রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালুনগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী।
রওশন আরার মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনে কথা কাটাকাটির একপর্যায়ে তিন-চারজন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভোররাতে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি: রাজউক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত
দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল জানিয়ে রুনা বলেন, সেই বিরোধের জের ধরেই তার মায়ের ওপর হামলা করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





