আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত এক পুলিশ সদস্য

রাজধানীর আদাবর এলাকায় ভয়ঙ্কর কিশোর গ্যাং চক্রের হামলায় আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় পুলিশ সদস্যরা সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালান। এসময় কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আরও পড়ুন: রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, তীব্র সমালোচনা ও আইনি ব্যবস্থার দাবি
স্থানীয়রা আরও জানান, কুখ্যাত কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপ-এর সক্রিয় সদস্য জনি ও রনি বর্তমানে আদাবর-১০ নম্বর বালুর মাঠ এলাকায় আধিপত্য বিস্তার করছে। কবজি কাটা আনোয়ার জেলে থাকলেও তার সহযোগীরা এলাকায় ত্রাস সৃষ্টি করছে। অতীতে এ গ্রুপের সদস্যরা একাধিক হত্যাকাণ্ডেও জড়িত ছিল।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় আল-আমিন গাড়ির কাছে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। তার হাতে গুরুতর কোপের আঘাত লেগেছে।”
আরও পড়ুন: ওয়েস্টিন হোটেলে মার্কিন নাগরিকের রহস্যজনক মৃত্যু
তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।