মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সড়ক অবরোধে, রাজধানীতে ভোগান্তি
রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা হাজারো শ্রমিক আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মহাসমাবেশ করেছেন। এতে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে যানজট ও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
আরও পড়ুন: আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যানচলাচল বন্ধ
বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার কর্মীর মধ্যে অন্তর্ভুক্ত, যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে যেতে পারেননি।
অংশগ্রহণকারী শ্রমিক মো. কাওসার বলেন, আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ করেছি, যার বেশির ভাগই ঋণ।
আরও পড়ুন: এনইআইআর সংস্কারে সম্মতি, অবরোধ স্থগিত করল মোবাইল ব্যবসায়ীরা
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
শ্রমিকরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন
১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, এবং যারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।
৪. প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে।
৫. লিখিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।





