প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা হরিদাস চন্দ্র ওরফে তাওহীদকে গ্রেফতার করা হয়েছে। তার এক সহযোগীও গ্রেফতার হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর বনানী থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাবের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হরিদাস চন্দ্র ও তার একজন সহকারী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণা করে আসছিল। এভাবে প্রতারণা করে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এনএসআই ও র্যাবের যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও দুইজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭
কমান্ডার খন্দকার আল মঈন জানান, মঙ্গলবার (৮ ননভেম্বর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান।