নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন আয়োজনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়ে ঘোষণা দেওয়ার পর; তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাগত জানান।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি স্লিপে স্বামীর জায়গায় নাম লিখায় তুষারের বিচার চাইলেন নীলা
তারা বলেন, প্রধান উপদেষ্টা তার দেওয়া কথা রেখেছেন। এজন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’
আরও পড়ুন: জাপার চেয়ারম্যান হলেন আনিসুল, মহাসচিব রুহুল আমীন
এর আগে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে, অর্থনীতিতে গতিশীলতা এসেছে, সংকট দূর হয়েছে।’