হাতিরঝিলে বখাটেদের অবৈধ মোটর রেসিংয়ের চাপায় যুবক নিহত

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আবু রায়হান গাজী (২৭) নামে এক বেসরকারি চাকরিজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গুলশানের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিন রাতে হাতিরঝিলে অবৈধ মোটরসাইকেলের রেসিং এর কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতিরঝিলে আমাদের টহল অব্যাহত আছে। তিনি বলেন, এ ধরনের অভিযোগ কেউ করেনি। করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারকে থানায় পাঠাতে পারেন।
আরও পড়ুন: জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ সকল ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ
জানা গেছে, আবু রায়হান গাজী গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে গুলশানের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত এবং মাথায় জখমপ্রাপ্ত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারশেষে হাসপাতালের নিবিড় পরিচর্চাকেন্দ্রে রাখা হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তিনি মারা যান। রায়হান গুলশানের কয়লা রেস্টেুরেন্ট এবং এফডিজি এর হিসাব শাখার দীর্ঘদিন বিশ্বস্ততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছিলেন।
স্থানীয়দের সঙ্গে আলাপে জানা গেছে, প্রতিদিন গভীর রাতে হাতিরঝিলের বিভিন্নস্থানে অবৈধ মোটরসাইকেল রেসিংয়ে মেতে ওঠে ধনীর দুলালরা। তারা মোটরসাইকেলের সাইল্যান্সার পাইপ পরিবর্তন করে বেপরোয়া গতিতে দলবদ্ধভাবে রাস্তা জুড়ে মোটর সাইকেলের অবৈধ প্রতিযোগিতায় নামে। এই প্রতিযোগিতা গভীর রাত অবধি বিকট শব্দে চলে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা গুলশান, বনানী, বারিধারাসহ বিভিন্ন অভিজাত এলাকা থেকে এসে অস্বস্তিকর এই প্রতিযোগিতা করে এবং গভীর রাত পর্যন্ত মাদকে বুদ মেরে থাকে। এ কারণে ওই সময় অন্য যানবাহন নিয়ে চলাচল করেন যারা তারা আতঙ্কগ্রস্ত হন যেমন, তেমনি গাড়ির নিয়ন্ত্রণ রাখাও অনেকাংশে দুরূহ হয়ে পড়ছে। হাতিরঝিলে এ কারণে প্রায় সময় ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি।
আরও পড়ুন: কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল আটক