চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল ই-সিগারেট ও এক্সেসরিজ জব্দ: আবুধাবি থেকে আগত যাত্রী আটক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৫ | আপডেট: ১২:১৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS-350–এর এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক সিগারেট ও এর বিভিন্ন এক্সেসরিজ জব্দ করেছে এনএসআই ও নিরাপত্তা শাখার যৌথ টিম।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের গ্রীন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুব (পাসপোর্ট নম্বর: A11118293), সাতকানিয়া, চট্টগ্রাম–কে সন্দেহভাজন হিসেবে থামিয়ে ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে সকাল ৭টা ১০ মিনিটে উদ্ধার করা হয় ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড ২৮০টি সিগারেট কার্টিজ, ৩০টি সিগারেট কয়েল, আনুমানিক বাজারমূল্য অনুযায়ী জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। ইলেকট্রিক সিগারেট: ৪০,০০০ টাকা (প্রতি পিস ২,০০০ টাকা), রিফিল লিকুইড: ৮,৩৩,০০০ টাকা (প্রতি পিস ১,৭০০ টাকা), কার্টিজ: ১,৪০,০০০ টাকা (প্রতি পিস ৫০০ টাকা), কয়েল: ৬০,০০০ টাকা (প্রতি পিস ৫০০ টাকা)

আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

এ ঘটনায় প্রথমবার জড়িত হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী জব্দকৃত মালামাল ডিপারচার মেকআপ (ডিএম) করে নিয়েছে এবং যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর নিরাপত্তা সংস্থা ও কাস্টমস কর্মকর্তারা বলেন, ভবিষ্যতেও এই ধরনের নিষিদ্ধ ও শুল্কফাঁকির চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: মালিবাগের ৫০০ ভরি স্বর্ণ চুরি: ডিবির হাতে চার চোর