মোহাম্মদপুরে বিভিন্ন অভিযোগে ৫০ জন আটক

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মহিউদ্দিন (৩৬) ২। ফয়সাল (৩০) ৩। তামিম (২৩) ৪। আল আমিন (৩২) ৫। জিলানী (২৯) ৬। জাফর (৩১) ৭। সাফায়েত (২০) ৮। আতিকুল ইসলাম (২০) ৯। শাকিব (২০) ১০। হাফিজ মোল্লা (৩২) ১১। ফিরোজ (২৮) ১২। নুর মোহাম্মদ (২৬) ১৩। ইসমাইল (১৮) ১৪। সবুজ (৩৫) ১৫। সুজন (২০) ১৬। মামুন (৩৫) ১৭। সুজন (২৪) ১৮। লাল (১৭) ১৯। সুস্ময় (১৮) ২০। বন্যা (৩৬) ২১। বিপ্লব (২৪) ২২। শাহিন (২০) ২৩। রাসেল (৩৩) ২৪। লিয়ন হাওলাদার (২২) ২৫। জাহিদ (১৯) ২৬। রুবেল (৩০) ২৭। তরিকুল (৩২) ২৮। সগির (৩৯) ২৯। আলামিন (৩৯) ৩০। নিজাম ফরাজী (৪২) ৩১। আনসুপ হোসেন (২৪) ৩২। শাহিনুর (২৭) ৩৩। হারুনুর রশিদ (৩১) ৩৪। মাহাবুব আলম (৫৫) ৩৫। অলিউল্লাহ (২৮) ৩৬। ইব্রাহিম (২৪) ৩৭। মোজাম্মেল হক (১৯) ৩৮। রুবেল হোসাইন (২৬) ৩৯। জাকারিয়া (২৭) ৪০। শাকিব (৩০) ৪১। শহিদুল ইসলাম (৩৫) ৪২। সায়েম (১৮) ৪৩। আব্দুল আউয়াল (৫৫) ৪৪। মোহাম্মদ বেলাল (৪০) ৪৫। আব্দুর রশিদ (৩৬) ৪৬। রাসেল মিয়া (৩০) ৪৭। নাহিদুল ইসলাম (২১) ৪৮। আশরাফুল ইসলাম (২৮) ৪৯। মুন্না (২৬) ও ৫০। মামুন (৫০)।
আরও পড়ুন: শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার ও নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।